ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সুনামগঞ্জ-হবিগঞ্জে ভয়াবহ নদী ভাঙন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২ এএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:১২ এএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

সুরমা আর কুশিয়ারা নদীর ভাঙ্গনে দিশেহারা সুনামগঞ্জ ও হবিগঞ্জের নদী তীরবর্তী মানুষ। নদীগর্ভে এরই মধ্যে বিলীন হয়ে গেছে জেলাগুলোর বেশ কয়েকটি হাটবাজার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান, বসতভিটা আর ফসলি জমি। বাড়িঘর ছাড়া হচ্ছে অসংখ্য পরিবার, হয়ে পড়ছেন নিঃস্ব। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্তদের।

সুরমা নদী বেষ্টিত জনপদ সুনামগঞ্জের দোয়ারাবাজার। ভাঙ্গনের কারণে উপজেলার ৭টি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি হারিয়ে গেছে নদীগর্ভে। ভাঙ্গনের কবলে পড়েছে বসত বাড়ি, বিদ্যালয়, মসজিদ- মাদ্রাসা। হুমকির মুখে রয়েছে উপজেলা পরিষদ কার্যালয়সহ দোয়রাবাজারের সাথে সিলেটের সংযোগ সড়কটিও।

জেলার জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারার ভাঙ্গনে ৮টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা।

এদিকে কুশিয়ারা তীরবর্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলাও ভাঙ্গনের থাবায় পড়েছে। রক্ষা পায়নি জেলার ঐতিহ্যবাহী মার্কুলি বাজারসহ অসংখ্য বাড়িঘর, হাটবাজার, কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

ভাঙ্গন রোধে বাঁধ সংস্কারের নামে চলছে কেবল লুটপাট এমনি অভিযোগ ভাঙ্গন কবলিতদের।

নদী ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণ করা হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্টদের।

অবিলম্বে সুরমা- কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি ভাঙ্গন কবলিতদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/