ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

১৯টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হলো চট্টগ্রামের ৬ উপজেলার ১৬ ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। চলতি বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদে নির্বাচনে সংহিসতার অভিযোগে এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনীর  বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় ।