‘পাকিস্তানে যা’, বলেই মুসলিম যুবককে গুলি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

মুসলিম হওয়ার কারণে এবার ভারতে গুলিবিদ্ধ হলেন মোহাম্মদ কাশিম (৩০) নামে এক যুবক। বর্তমানে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিহারের বেগুসরাইয়ের চেরিয়া-বরিয়ারপুর থানার কুম্ভি গ্রামে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।
এ ঘটনায় অভিযুক্ত রাজীব যাদব নামে এক যুবকের বিরুদ্ধে পুলিশ মামলা করলেও তাকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় রাজীব যাদব রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করেন। ওই ফেরিওয়ালা জানান তার নাম মোহাম্মদ কাশিম। নাম শুনেই মদ্যপ যুবক তাকে বলেন, ‘এখানে কী করছিস? পাকিস্তানে যা।’
একপর্যায়ে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর একটি পিস্তল বের করে কাশিমের পিঠে গুলি করেন রাজীব।
গুরুতর আহতাবস্থায় কাশিম এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।