ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

বন্দরনগরীর কোতয়ালি থানার তামাকমুন্ডি লেইনে মো.নাজিম নামে এক যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যার পর নাজিমের মৃতদেহ স্থানীয় একটি তিন তলা মার্কেট থেকে নীচে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত নাজিম দোকান কর্মচারী হিসাবে কাজ করতে। তাকে ছুরিকাঘাত এবং জবাই করে হত্যা করা হয়েছে। সে তামাকমুন্ডি লেইনের জনতা মার্কেটের একটি কক্ষে ভাড়া থাকতো বলে জানা গেছে।