সিরাজগঞ্জে ওয়ান শাটারগানসহ আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:০১ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

সিরাজগঞ্জের সারুটিয়ায় একটি ওয়ান শাটারগান ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার ভোররাতে সয়দাবাদ ইউনিয়নের সারুটিয়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত.আলতাফ হোসেনের ছেলে চিন্থিত সন্ত্রাসী জাকারিয়া মোল্লা জাক্কু (৪০) ও পাশ্ববর্তী কান্দাপাড়া গ্রামের মৃত. জুয়েল রানার ছেলে রাশেদুল ইসলাম সেতু (২৫)। গ্রেফতারকৃত জাকারিয়া জাক্কুর বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই ও বিস্ফোরক আইনে সাতটি ও রাশেদুল ইসলাম সেতুর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পক্ষ হতে তাদের আটকের এতথ্য সংবাদকর্মীদের জানানো হয়েছে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, ওই দুই সন্ত্রাসী অস্ত্রসহ সদর উপজেলার সারুটিয়ায় অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
কেআই/