সারাদেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা
প্রকাশিত : ১০:১২ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০০ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
সারাদেশে একযোগে শুরু হয়েছে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা। অংশ নিচ্ছে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পত্র ফাঁস হবার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। ভুয়া প্রশ্ন পত্রের প্রতি না ঝোকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
প্রথম দিনের জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। তবে অনেক আগে থেকেই রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে ভীড় করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই খুলে দেয়া হয় মুল গেট। কেন্দ্রে প্রবেশ করেই নিজেদের আসন খুঁজে পায় পরীক্ষার্থীরা।
নিজেদের সব্বোর্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশ নেয়ার কথা জানায় শিক্ষার্থীরা।
তবে স্কুলগুলোতে শিক্ষর্থীদের পাঠদানে শিক্ষকদের অবহেলা রয়েছে অভিযোগ করেন অভিভাবকরা। সৃজনশীল পদ্ধতিতে সঠিক পাঠদানে অজ্ঞতা রয়েছে বলেও দাবি তাদের।
এদিকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। বিভিন্নকক্ষে প্রবেশ করে পরীক্ষার সুবিধা অসুবিধা নিয়ে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।
পরে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।
আগামী ১৭ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, বরিশালসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।