মানসম্মত ছবি নির্মাণের জন্য সরকারি অনুদানের নির্দিষ্ট অর্থ পর্যাপ্ত নয়
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৩ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
মানসম্মত ছবি নির্মাণের জন্য সরকারি অনুদানের নির্দিষ্ট অর্থ পর্যাপ্ত নয় বলে মনে করছেন নির্মাতাদের কেউ কেউ। আবার বেঁধে দেয়া সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে না পারার দায় স্বীকার করে কারিগরি সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন অনেকে। তারপরও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সরকারি অনুদানের এসব ছবি স্থানযোগ্য করার নিশ্চয়তা নিয়েই কাজে হাত দেন বলে মত নির্মাতাদের।
সরকারি অনুদানে নির্মাণের জন্য গেল অর্থবছরে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে ১২ টি চলচ্চিত্রকে। এর মধ্যে ৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসম্মত চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে সরকারের এ পৃষ্ঠপোষকতা। তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নিয়মাবলী অংশে এমনটাই উল্লেখ করা হয়েছে।
অনুদানপ্রাপ্ত ৭টি পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্রের বাজেট ধরা হয়েছে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত।
চিত্রনাট্য তথ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ি হলেও অনুদানকৃত বাজেটে এসব ছবি নির্মাণ কষ্টসাধ্য বলে মনে করেন নির্মাতারা।
অনুদানকৃত ৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।
অনুদানের প্রথম চেকপ্রাপ্তির পর যথাক্রমে ৬ মাস ও ৯ মাসের মধ্যে নির্মাণ সম্পন্ন করার নির্দেশনা দেয়া আছে। যদিও সময় ও প্রেক্ষাপট অনুকুলে না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি নির্মাণে জটিলতা থেকেই যায়।
তবে অর্থের পরিমাণ জেনেই যখন নির্মাতারা অনুদানের আবেদন করছেন, সেক্ষেত্রে ছবি নির্মাণের বিষয়ে বাস্তবমুখী হওয়া উচিৎ বলেও মনে করেন তারা।