ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মসুল পুনরুদ্ধারে শহরটিতে পৌঁছেছে ইরাকি বাহিনী

প্রকাশিত : ১০:১১ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:১১ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

ইরাকে অবরুদ্ধ মসুল পুনরুদ্ধারে প্রথমবারের মতো শহরটিতে পৌঁছেছে ইরাকি বাহিনী। ভারি অস্ত্র, ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে শহরের শেষ প্রান্তের গ্রাম বাজওয়াইয়ায় পৌঁছেছে সরকারি সেনারা। পাশাপাশি মার্কিন জোটের বিমান হামলাও চলছে। এছাড়া শহরটির তিন দিক থেকেও ইরাকি বাহিনী এগিয়ে যাচ্ছে। এ অভিযানে আইএস যোদ্ধাদের হয় মরতে হবে, না হয় আত্মসমপর্ণ করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ২০১৪ সাল থেকে অবরুদ্ধ এ শহরে এখনো ৩ থেকে ৫ হাজার জঙ্গি আছে বলে ধারণা সরকারি বাহিনীর।