সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে স্টোক সিটি
প্রকাশিত : ১০:১৩ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:১৩ এএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
ইংলিশ পিট্রমিয়ার লিগে বনির জোড়া গোলে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে স্টোক সিটি।
ব্রিটানিয়া স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় স্টোক সিটি। ফলে ৩ মিনিটেই বনির গোলে ১-০ তে এগিয়ে যায় তারা। খেলার ৮ মিনিটে রোটলেজ গোল করলে ১-১ এ সমতা আনে সোয়ানসি সিটি। এরপর ৫৫ মিনিটে সোয়ানসি আত্মঘাতী গোল করলে ২-১ এ এগিয়ে যায় স্টোক। ৭৩ মিনিটে বনি নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক সিটি।