ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

দিনাজপুরে পাকার আগেই লিচু বাজারজাত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

আবহাওয়ার বিরূপ প্রভাবে দিনাজপুরের লিচু এবার পরিপক্ব হওয়ার আগেই বাজারজাত করতে হচ্ছে। অসময়ে বৃষ্টির কারণে অন্য বছরের তুলনায় এবার ফলনও কম। ফলে লাভ খুব একটা হবে না বলে আশঙ্কা করছেন চাষীরা।

এ বছর দিনাজপুরে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে ছোট-বড় প্রায় ১২শ’ বাগানে লিচুর আবাদ হয়েছে। গাছে মুকুল আসার সময় বৃষ্টির কারণে এবার কম হয়েছে ফলন। প্রচন্ড রোদ ও তাপদাহে নষ্ট হয়ে যাচ্ছে অনেক বাগানের লিচু।

বাগান মালিকরা জানান, বোম্বাই, বেদনাসহ বিভিন্ন জাতের লিচ,ু জুনের প্রথম সপ্তাহ থেকে নামানোর কথা। কিন্তু প্রচন্ড রোদে ফেটে যাচ্ছে লিচু। আরও নষ্ট হবার আশঙ্কায় সময়ের আগেই লিচু নামিয়ে নিচ্ছেন মালিকরা।

পরিপূর্ণ পেকে ওঠার আগেই লিচু বাজারে নিয়ে আসায়, ভালো দাম পাওয়া যাচ্ছে না বলে জানান পাইকার ও খুচরা বিক্রেতারা।

এছাড়া ফলন কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন অনেক চাষী।