ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

জেলা শহরেও শপিং মলে ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ঈদ মানে আনন্দ। এই আনন্দে পোশাক অন্যতম অনুসঙ্গ।নতুন পোশাকের পাশাপাশি বাদ জুতা-স্যান্ডেল আর কসমেটিকস্ও বাদ যায় না ঈদফ্যাশনে। জেলা শহর্ওে এখন জমজমাট ঈদ বাজার।

ঈদের মাত্র কয়েকদিন বাকী। মানুষ এখন মন দিয়েছে কেনাকাটায়। ভিড় বেড়েছে শপিংমল ও মার্কেটে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল জেলা শহরসহ উপজেলাতেও জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে রাত অবধি চলছে বেচা-কেনা। ভিড় বেড়েছে ফুটপাতের দোকানগুলোতেও। দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্থিতে ক্রেতারা। ভালো বেচাকেনায় খুশি দোকানিরাও।

পোশাকের সঙ্গে মিলিয়ে নারীরা কিনছেন বিভিন্ন ধরণের কসমেটিক্স সামগ্রীও।

ঈদকেন্দ্রীক আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ। এ কথাই জানালেন এই কর্মকর্তা।

ঈদে ক্রেতাদের আকর্ষন করতে কুমিল্লার মার্কেটগুলো আলোক সজ্জা করা হয়েছে। কেনাকাটা সারতে আসছেন সব শ্রেনীর মানুষ। ভীড় বেশি পোষাক ও জুতার দোকনে । গভীর রাত অবধি চলছে কেনাকাটা। ক্রেতা-চাহিদা  মেটাতে সব ধরনের পন্য রেখেছেন দোকানিরা। ব্যবসায়িরা বলছেন এবার তৈরি পোষাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে। তবে ক্রেতারা বলছেন দাম একটু বেশী।

হাটবাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।