ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

হবিগঞ্জে পাহাড় কাটার সময় মাটি চাপা পরে নিহত ২, আহত ১

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১৫ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

হবিগঞ্জে পাহাড় কাটার সময় মাটি চাপা পরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে একদল লোক অবৈধভাবে পাহাড়ের মাটি কাটতে যায়। তারা পাহাড়ের নিচের অংশের মাটি কাটলে উপরের অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে সামসুল ও মাসুক ঘটনাস্থলেই মারা যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড় কাটার সাথে জড়িত অন্যরা বাকিরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।