বিজয়ী জাতি হিসেবে মর্যাদা নিয়ে দেশ গড়তে যুবসমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৪ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
কারো কাছে হাত পেতে নয়, বিজয়ী জাতি হিসেবে মর্যাদা নিয়ে দেশ গড়তে যুবসমাজের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। সকালে জাতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মুলভিত্তি। এ শ্লোগানের সাথে জাতির জনকের সোনার বাংলা গড়ে তোলার শপথেরও স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।
দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মক্ষম যুবশক্তিকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
২০৪১ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে বিরত থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী।