ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বইমেলার আয়োজন
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১২ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিনদিন ব্যাপি নন-ফিকশন বইমেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বিজনেস অনুষদ ডিন রুবায়েত-উল ইসলাম। অনুষ্ঠানে বই মেলার পরিধি আরো বাড়ানোর সুপারিশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।