সেনা প্রধান পতাকা তুলে দেন ৫৭ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের হাতে
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১০ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
৫৭ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের হাতে পতাকা তুলে দেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
মঙ্গলবার সকালে রাজধানীর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান, রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাহবুবুর রহমানের হাতে এই পতাকা তুলে দেন। এর আগে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর উধ্বতন কর্মকর্তাসহ এই ইউনিটের প্রাক্তন অফিসারবৃন্দ। অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, অদম্য সাতান্ন’র রেজিমেন্টাল কালার সমুন্নত রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সেনাবাহিনীর সেবায় আত্বোৎসর্গ করতে সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন সেনা প্রধান।