ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

বাংলা পেল ২ প্রতিমন্ত্রী, রাজ্য বিজেপিতে ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ৫৮ জন শপথ গ্রহণ করেছেন। এরমধ্যে বাংলা পেয়েছে মাত্র দু’জন প্রতিমন্ত্রী। এ নিয়ে রাজ্য বিজেপির ভেতরে চলছে তুমুল ক্ষোভ।   

প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসন পেয়েছে বিজেপি। এ আসনগুলোই বিজেপিকে ৩০০ পার করিয়েছে। ধারণা করা হয়েছিল এবার বাংলা থেকে ৫ থেকে ৬  জনকে মন্ত্রী বানাবেন মোদি।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আশা করা হচ্ছিল, এবার অন্তত একটা পূর্ণমন্ত্রী পাবে পশ্চিমবঙ্গ। অনেকেই ভেবেছিলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হয়তো পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাবেন। পূর্ণমন্ত্রী না হোক, অন্তত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও দেওয়া যেত।

কেন্দ্রীয় নেতৃত্বের এমন সিদ্ধান্ত দৃশ্যতই হতাশ রাজ্য বিজেপি। একেই বাংলায় দীর্ঘদিন ধরে বিজেপি ‘বড়বাজারের পার্টি’ হিসেবে খ্যাত ছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে সেই দুর্নাম খানিকটা হলেও ঘুচেছে।

গেরুয়া রাজনীতির উত্থানের সাক্ষী থেকেছে গোটা বাংলা। রাজ্যে প্রথমবার ৪০ শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু শপথগ্রহণে মাত্র দুজন মন্ত্রী পাওয়ার পর আবারও বাঙালির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে।

রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যেও ক্ষোভ, অন্তত একটা পূর্ণমন্ত্রীর পদ দেওয়াই যেত। তাতে ২০২১ সালের আগে বিজেপির অবস্থান বাংলায় আরও পোক্ত হতো।

তবে এখনই ভেঙে পড়তে নারাজ রাজ্য নেতাদের একাংশ। প্রথম মোদি সরকারের নজির টেনে নেতারা যুক্তি দিচ্ছেন, ২০১৪ সালে শপথ নিয়েছিলেন ৪৫ জন মন্ত্রী। পরে সেই সংখ্যা ৭৫ ছাড়িয়ে যায়। এবার ৫৭ জন শপথ নিয়েছেন। এই সংখ্যাটাও বাড়বে।

এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/