ঢাকা, বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৩ ১৪৩২

নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৯ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

গুলশানে হলি আর্টিজানের ঘটনার পর রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ডিএমপির হেড কোয়ার্টারে আল-আরাফা ইসলামি ব্যাংকের দেয়  দুটি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের মানুষ এখন  নিরাপদ বোধ করছে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে তিনি বলেন, এর সফলতা পেতে জনগণের সহায়তা প্রয়োজন।