ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৭ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

মৌলভীবাজারে প্রাইভেটকারের সাথে অটোরিকশার সংর্ঘষে তিনজনের মৃত্যু হয়েছে। জামালপুর ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো ৪ জন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কুলাউড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মৌলভীবাজারের রাজনগরের মহলাল এলাকায় একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো এক জনের। এদিকে সকালে ভালুকার কাঠালিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু হয়। এছাড়া জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মারা যায় আরো একজন।