রাজধানীর সবজির বাজার স্থিতিশীল (ভিডিও)
শাকেরা আরজু :
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

রমজানের শেষ সপ্তাহে এসে রাজধানীর সবজির বাজার রয়েছে স্থিতিশীল। ঈদ সামনে রেখে বেড়েছে এলাচের দাম। বেড়েছে দেশী রসুন আর পোলাওয়ের চালের দামও। মাছের দামও কিছুটা বেশী বলে অভিযোগ ক্রেতাদের।
অনেকটা গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব রকম সবজি। ঢ়েড়স ৩০ টাকা,বেগুন ৬০ টাকা,করলা ৪০ টাকা,পটল ৩০ টাকা। তবে কাঁচামরিচের কিছুটা বেশী বলে অভিযোগ ক্রেতাদের।
তেল চিনি আগের দামে বিক্রি হলেও এ সপ্তাহের তুলনায় আবারো বাড়লো এলাচের দাম, বেড়েছে পোলাওয়ের চালের দামও।
এদিকে মাছের বাজারে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন ছুটির দিনে ৪০থেকে ৫০ টাকা বেশিতে বিক্রি করেন তারা।
পেঁয়াজ আদা আগের দামে বিক্রি হলেও দেশী রসুনের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি করছে দোকানীরা। গরু ও খাসীর মাংসের দাম রয়েছে আগের মতই।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/