সদিচ্ছা আর সচেতনতাই রোগীদের রক্ত ঘাটতি, কর্ণিয়া জনিত অন্ধত্ব দূর করতে পারে
প্রকাশিত : ০১:০১ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:০১ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
সদিচ্ছা আর সচেতনতাই পারে রোগীদের রক্ত ঘাটতি পূরণ করতে। এছাড়া, মৃত ব্যক্তির চোখের কর্ণিয়া সংগ্রহের মাধ্যমে অন্ধত্বের অভিশাপ ঘুঁচতে পারে অনেকের। আর এ’লক্ষ্যে কাজ করছে বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন। তবে, কুসংস্কারের কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
দেশে প্রতিবছর গড়ে ৬ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। মাত্র ২ লাখ মানুষ গড়ে বছরে তিনবার রক্ত দিলে এই সংকট দূর করা সম্ভব।
এছাড়া, দেশে কর্ণিয়া জানিত কারণে অন্ধত্বে ভুগছে ৫ লাখের বেশি মানুষ। প্রতিবছর দেশে অন্তত ১০ লাখ মানুষ মারা যায়। মরণোত্তর চক্ষুদানের বিষয়ে সবাইকে সচেতন করা গেলে কর্ণিয়া জনিত অন্ধত্ব দূর করা সম্ভব। এ’সব বিষয়ে সবাইকে সচেতন করতে ২রা নভেম্বর পালিত হয় জাতীয় স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস।
তবে, কুসংস্কার আর সচেতনতার অভাবে লক্ষ্য পূরণ হচ্ছে না বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ’জন্য পরিবার পর্যায়ে সচেতনতার উপর গুরুত্ব দিলেন কেউ কেউ।
সবার সচেতনতাই পারে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে, অন্ধ ব্যক্তি ফিরে পেতে পারে চোখের আলো।