উগ্র দক্ষিণপন্থী শক্তির উত্থানে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা
প্রকাশিত : ০১:০১ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:০১ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
উগ্র দক্ষিণপন্থী শক্তির উত্থান হওয়ায় উপমহাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে বলে মনে করেন এ অঞ্চলের বামপন্থী রাজনীতিকরা। গোটা অনিশ্চয়তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বামদের রাষ্ট্রীয় দায়িত্ব নেবার সময় এসেছে বলেও মনে করেন তারা। তবে অর্থ, প্রচার ও আন্তর্জাতিক সমর্থনের বাইরে শোষিত ও সাধারণ মানুষকে সংগঠিত করা কঠিন বলেও মনে করেন বামপন্থীরা।
মার্কসবাদী মতবাদে বিশ্বাসী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভারতের নিখিল ভারত কমিউনিস্ট পার্টির উত্তরাধিকারী সংগঠন। ১৯২৫ সালে কানপুরে এক সম্মেলনের মধ্য দিয়ে যার যাত্রা শুরু। জন্মলগ্ন থেকে ভারতে ব্রিটিশ সরকারের দমননীতির শিকার কমিউনিস্ট পার্টি গোপানেই কাজ করে কয়েক দশক।
রাশিয়ার বিপ্লব, চীনে মতভেদ আর কিউবার উত্থানের পট পরিবর্তনের পর সারাবিশ্বে সমাজতান্ত্রিক আন্দোলন স্তিমিত হলেও ধারাবাহিকতা বজায় রয়েছে ভারতীয় উপমহাদেশে। কোনো কোনো দেশে রয়েছে যথেষ্ট প্রভাব। তবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে পারেনি ৯৫ শতাংশ অনুসারী।
বামপন্থীরা বিশ্বাস করেন, বঞ্চিত সাধারন মানুষের সঙ্গে জোট বাঁধলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাবে শিগগিরই।
নেতৃত্বের জন্য জায়গা তৈরি করতে প্রস্তুত বামরা। তাই লক্ষ্য অর্জণে কৌশলগত সফলতার অপেক্ষায় তারা।