স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তনের জোয়াড়
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১২:৩০ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
গেল এক দশকে আমূল পরিবর্তনের জোয়াড় বয়ে গেছে আধুনা স্বাস্থ্যসেবা ব্যবস্থায়। মরণব্যাধি ক্যান্সারসহ জটিল সব রোগের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এখন ঠাঁই পেয়েছে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে। সেই সাথে যোগ হয়েছে আর দশটা আধুনিক দেশের মতো কর্পোরেট সব হাসপাতাল।
সিটি স্ক্যান এর যুগ পেরিয়ে এখন আরো সুক্ষ রোগ নির্ণয়ে পিইটি স্ক্যান বাংলাদেশে; ডায়াগনোসিসের পাশাপাশি প্রতিনিয়ত প্রযুক্তিগত উন্নয়ন আসছে চিকিৎসা সেবা সংশ্লিষ্ট নানান অবকাঠামোতে। বাড়ছে জটিল রোগ নির্ণয় আর চিকিৎসায় সক্ষমতারও। আধুনিক চিকিৎসা সেবা দিতে পেশাদারিত্ব প্রতিষ্ঠায় দিন-রাত কাজ করে যাচ্ছে বেসরকারি উদ্যোগগুলো।
কিন্তু এতোসব আয়োজন থাকা সত্ত্বেও সাধারনের দোড়গোড়ায় পৌছায় না পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, অভিযোগ নিত্যদিনের, কখনো অবব্যবস্থাপনাকে ঘিরে আবার কখনো আকাশচুম্বী খরচার ভয়।
দেশের স্বাস্থ্যসেবায় এসব অনাকাঙ্খিত ঝঁক্কি এড়াতে অনেকেই ছোটেন দেশের বাইরে; কতটা যৌক্তিক সেই ভ্রমন?
আরো সাশ্রয়ী সেবা পেতে দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখার পরামর্শ এই ব্যবসায়ীর।
বিপুল বৈদেশিক মুদ্রা অন্য দেশে না দিয়ে দেশেই বিনিয়োগের পরামর্শও দিলেন তিনি। আর তাতেই স্বাস্থ্যখাতকে আরো সুসংহত করা যাবে বলে মনে করেন তিনি।