ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

দুর্নীতি দমন কমিশনেই দুনীতি আছেঃ দুদক চেয়ারম্যান

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার

দুর্নীতি দমন কমিশনেই দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন স্বয়ং দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদকের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। তবে, এই দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। পুলিশ বাহিনীর কার্যক্রম তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করা উপলক্ষে এই সংবাদ সম্মেলন। প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরগুলোর তুলনায় দুর্নীতি কিছুটা কমেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কার্যক্রমে কিছু গাফিলতি আছে। এই প্রতিষ্ঠানের ভেতরেও দুর্নীতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং পুলিশকে জনবান্ধব করতে এই বাহিনীর কার্যক্রম মনিটরের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলেন তিনি। প্রতিটি নাগরিকের সম্পদের হিসাব সরকারের কাছে থাকা প্রয়োজন বলেও মনে করেন দুদক চেয়ারম্যান।