ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বিশ্বকাপে টাইগারদের রেকর্ডের হিড়িক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২ জুন ২০১৯ রবিবার

এ যেনো রয়েল বেঙ্গল টাইগার। বনের বাঘ এখন মাঠে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি। শুরু হয়েছে রেকর্ডের হিড়িক। টাইগাররা একের পর এক রেকর্ড গড়েছে এই ম্যাচে।

সাকিব আল হাসান তিনি করেছেন নতুন রেকর্ড। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ফিফটির রেকর্ড গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপর মুশফিকুর রহিমের সঙ্গে মিলে আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির মালিক এখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

আজ (রোববার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তৃতীয় উইকেট জুটিতে ১৪১ বলে ১৪২ রানের জুটি গড়েন তারা। তৃতীয় উইকেট তো বটেই, বিশ্বকাপে যে কোনো উইকেটেই বাংলাদেশের সর্ব্বোচ্চ জুটির রেকর্ড এটি।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির মালিক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে এই দুজনের ১৪১ রানের জুটি ছিলো যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

এদিকে বিশ্বকাপে সর্বচ্চ রান করেছে টাইগাররা। আজকের ম্যাচে তাদের সংগ্রহ ৫০ ওভারে ৩৩০ রান করেছেন তিনি।

এসএ/