ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ যোগাযোগ সৃষ্টি হলে দেশ লাভবান: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার

বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ যোগাযোগ সৃষ্টি হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, ফলে উভয় দেশই লাভবান হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভারতের হাই কমিশনারও বাণিজ্য সম্প্রসারণে নৌ যোগাযোগের উপর গুরুত্ব দিয়েছেন। রাজধানীর একটি হোটেলে ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজন করে ’ইন্দো বাংলা ওয়াটার ওয়েজ কানেকটিভিট’ শীর্ষক সেমিনার। এতে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে মুল প্রবন্ধে অধ্যাপক সৈয়দ মুনীর খসরু তুলে ধরেন, নৌ যোগাযোগ কার্যকরী হলে দুই দেশের বাণিজ্যিক পরিধির অবস্থান। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সম্পর্কের বিষয়ে আশাবাদী। নৌপথ উন্মুক্ত হলে দুই দেশের বাণিজ্য আর বিনিয়োগ বাড়বে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধে ভারতের বন্ধুত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন হয়েছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তার মতে, ১৯৭২ সালে দ্বিপক্ষীয় যেসব বাণিজ্য চুক্তি হয়েছে তা বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনতে অ্যালকোহল ও টোবাকো ছাড়া বাকী সব পণ্যে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা থাকছে।