পিছিয়ে আছে ভূমি মন্ত্রণালয় : ভূমিমন্ত্রী
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
বর্তমানে দেশে উন্নয়নের যে বিশাল কর্মযজ্ঞ চলছে, সেখানে সবচেয়ে পিছিয়ে আছে ভূমি মন্ত্রণালয়। খোদ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ’কথা জানিয়েছেন।
সচিবালয়ে, ভূমি সংস্কার বোর্ড ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ’সব কথা বলেন। ভূমি সেক্টরে দুর্নীতি ও অস্বচ্ছতা জেঁকে বসেছে বলেই, নাগরিকরা ভূমি বিষয়ক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান তিনি। ভূমি অফিস ডিজিটালাইজ করার মাধ্যমে, মানুষের ভোগান্তি কমাতে সরকার চেষ্টা করছে বলে জানান ভূমিমন্ত্রী।