ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নিজের বিয়ে নিজেই বন্ধ করলো বরগুনার কিশোরী শিপ্রা রানী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

 

নিজের বিয়ে নিজেই বন্ধ করলো বরগুনার কিশোরী শিপ্রা রানী। মেয়ের বাল্যবিয়ের প্রস্তুতির অপরাধে বাবা পুনিল চন্দ্র মিস্ত্রিকে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শিপ্রার সাহসিকতাকে অভিনন্দন জানিয়েছে প্রশাসন, শিক্ষক, সহপাঠিসহ সচেতন মহল।

শিক্ষক হবার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে শিপ্রা। গোপনে ক্লাস টেনের এই অপ্রাপ্তবয়ষ্ক কিশোরীর বিয়ে ঠিক করেছিল বাবা পুনিল চন্দ্র মিস্ত্রি। উপায় না দেখে, বিয়ে ঠেকাতে উপজেলা প্রশাসনের সহায়তা চায় শিপ্রা।

খবর পেয়েই শিপ্রার বাড়িতে একজন ম্যাজিস্ট্রেট পাঠান আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাল্যবিবাহ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। বাবা পুনিল চন্দ্র এ ঘটনায় অনুতপ্ত বলে জানান।

শিপ্রার সাহসিকতায় খুশী সহপাঠিরা। ওর লেখাপড়ার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরাও প্রশংসা করেন শিপ্রার সাহসিকতার।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, শুধু আমতলিতেই নয় সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে ওর এই সাহসিকতা।

বর্তমানে শ্রিপা ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলামের হেফাজতে রয়েছে। যতদিন পর্যন্ত শিপ্রার বিয়ের উপযুক্ত বয়স না হবে ততদিন পর্যন্ত দেখাশুনার দায়িত্ব তার।