প্রতিটি নাগরিককে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানঃ রাশেদ খান মেনন
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
প্রতিটি নাগরিককে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র মৈত্রীর ১৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহবান জানান তিনি। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সহ ছাত্র মৈত্রীর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সম্মেলনে অংশ নেন। জঙ্গিবাদ, মৌলবাদ ও সা¤্রাজ্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। <ংঃৎড়হম>আগামীকাল নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই সম্মেলন।