ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাটের বিচার বিভাগীয় তদন্ত দাবি
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:১৩ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশন ও নাগরিক কমিটি দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। প্রত্যাহার করা হয়েছে নাসিরনগর থানার ওসিকে।
দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় মানবাধিকার কমিশন ও নাগরিক কমিটির তিনটি প্রতিনিধি দল।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ’ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এদিকে, যারা বাংলাদেশকে অসাম্প্রদায়িক হতে দিতে চায় না, তারাই এ হামলা করেছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
নাসিরনগরের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্ক কাটেনি হিন্দু সম্প্রদায়ের। দোষিদের শাস্তির দাবি জানিয়েছে তারা।
এদিকে, হামলার ঘটনায় ব্যর্থতার দায়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তিকে আসামি করে দুটি মামলা করেছে ক্ষতিগ্রস্তরা। আটক করা হয়েছে ৯ জনকে। গঠন করা হয়েছে চারটি তদন্ত কমিটি।
এদিকে, মন্দির ও হিন্দুদের বাড়ীঘর ভাংচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি। বাগেরহাট, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।