ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

জেলহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪০ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

জেলহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে এসেনসিয়াল ড্রাগ কোম্পানী লিমিটেড। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ৭৫ এ দিনে জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের উন্নয়নের গতিকে তারা বাঁধাগ্রস্থ করতে পারে নি। এ সময়, বীর বঙ্গালীদের ত্যাগকে পাথেয় করে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে এসেনসিয়াল ড্রাগ কোম্পানীর কর্মকর্তা কর্মচারীসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।