টেনিসের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন শিরোপা প্রত্যাশি অ্যান্ডি মারে
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
প্যারিস মাস্টার্স টেনিসের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন শিরোপা প্রত্যাশি অ্যান্ডি মারে।
দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষ ফার্নান্দো ভেদাস্কোকে হারিয়েছেন তিনি। ফার্নান্দোর বিপক্ষে জয় পেয়েছেন ২-১ ব্যবধানে। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে এগিয়ে যান মারে। পিছিয়ে পরে দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাড়ান স্প্যানিশ তারকা ফার্নান্দো। দ্বিতীয় সেটে ৭-৬ ব্যবধানে জয় নিয়ে সমতায় ফিরেন তিনি। তবে, তৃতীয় ও শেষ সেটে মারের সঙ্গে পেরে উঠেননি ৩২ বছর বয়সী ফার্নান্দো। শেষ সেটে ৭-৫ ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে বর্তমান রেঙ্কিংয়ে ২ নম্বরে থাকা অ্যান্ডি মারে।