ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের জন্য ঝুঁকি: ওবামা
প্রকাশিত : ১১:০৫ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৫ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নর্থ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক সমাবেশে ওবামা এ কথা বলেন। এসময় তিনি সবাইকে হিলারিকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। এর জবাবে ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প ওবামাকে হিলারি হয়ে ভোট না চেয়ে দেশের প্রতি মনযোগ দিতে বলেন। বর্তমানে হিলারি মানসিকভাবে বিপর্যন্ত বলেও মন্তব্য করেন ট্রাম্প।