ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নিউজিল্যান্ডের সঙ্গে পরাজয়ের পর যা বললেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৫ এএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করে হেরে গেল বাংলাদেশ। বুধবার প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

সাইফউদ্দিন-মোসাদ্দেক-সাকিব-মিরাজরা। ইনিংসের শেষ দিকে টাইগার বোলারদের নৈপুণ্যে পরাজয়ের দুয়ারে থেকেও ম্যাচে ফিরে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য, ভালো খেলেও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মাশরাফিদের।

পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, আমাদের এখনও সামনে সাত ম্যাচ আছে। আশা করছি আমরা কামব্যাক করতে পারব।

খেলা শেষ মাশরাফি আরও বলেন, আসলে উইকেট ভালোই ছিল। আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। আমাদের প্রত্যাশিত ব্যাটিং হয়নি। তবে ওদের রস টেইলর খুব ভালো খেলেছে। ওই ম্যাচটা বের করে নিয়ে গেছে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২৪৪/১০ (সাকিব ৬৪, সাইফউদ্দিন ২৯, মিঠুন ২৬, সৌম্য ২৫, তামিম ২৪; ম্যাট হেনরি ৪/৪৭, ট্রেন্ট বোল্ট ২/৪৪)।

নিউজিল্যান্ড: ৪৭.১ ওভারে ২৪৮/৮ (টেইলর ৮২, উইলিয়ামন ৪০, নিশাম ২৫, গাপটিল ২৫, মুনরো ২৪; সাইফউদ্দিন ২/৪১, মিরাজ ২/৪৭, সাকিব ২/৪৭, মোসাদ্দেক ২/৩৩)।

ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।