ঈদে রাজধানী ফাঁকা ট্রেনে-বাসে মানুষের ভীড় (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার

ঈদে রাজধানী ফাঁকা। তবে ট্রেনে-বাসে ঘরমুখী মানুষের কমতি ছিলোনা। ঈদের আগে ঝক্কি ঝামেলা এড়াতে পরে দিন গ্রামের বাড়ি যাত্রা। তবে ভোগান্তি কম নয়। এদিকে কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছে কোন শিডিউল সমস্যা নেই।
ঈদের পরে দিন রাজধানীর সড়কগুলো ফাঁকা। অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌছাতে পারছেন নগরবাসি।
রাজধানী ফাঁকা থাকলেও, ভীড় ছিল ট্রেন ও রেল স্টেশনে । রাজধানীতে ঈদ উদযাপনের পর, অনেকেই গ্রামের বাড়ি স্বজন সানিধ্যে। তাই কমলাপুর রেল স্টেশনে এমন যাত্রীচাপ।
স্টেশন ম্যানেজার জানালেন, বৃহস্পতিবার কমলাপুর থেকে ছেড়ে যাবে ৩৫ টি ট্রেন। বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
রাজধানীর বাস র্টারমিনাল গুলোতেও একই চিত্র । ঘরমুখো মানুষের ভীড় কাউন্টারগুলোতে।
বাস সংশিষ্টরা বলছেন, ঈদের পরে দিন আগের মতই চাপ রয়েছে।
আগামীকাল থেকে যাত্রী চাপ কমে যাবে বলে জানালেন তারা।