জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৮:৩০ এএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৬ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার খলনায়ক খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের অনুসারীদের সঙ্গে রাজনৈতিক কোনো মীমাংসা হতে পারেনা বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা। জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনায় তারা এসব বলেন। এদিকে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগের সভাপতি হিেেসবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা।
এরপর বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানী বনানী কবরস্থানে জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
পরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যার ঘটনাস্থল সদ্য সাবেক কেন্দ্রীয় কারাগারে যান আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীরা।
এ সময় বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এরপর আলোচনা সভায় যোগ দিয়ে সরকারের মন্ত্রীরা বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার খলনায়ক খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের অনুসারীদের সঙ্গে রাজনৈতিক কোনো মীমাংসা হতে পারে না।