ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

বাজেট নিয়ে তৃণমুল মানুষের প্রতিক্রিয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

আসন্ন বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মানুষ। জিনিসপত্রের দাম নিয়ে অভিযোগ না থাকলেও স্বাস্থখাতের বেহাল অবস্থার প্রসঙ্গ এসেছে ঘুরেফিরে। সবমিলে এই বাজেটে মৌলিক চাহিদা পূরণের দাবি করেছেন তাঁরা।

তৃণমূলের মানুষ বাজেট না বুঝলেও বাজার বোঝেন। তাই তাঁদের হাতে আমরা তুলে দিয়েছিলাম একশ টাকা। জানতে চেয়েছিলাম, এই টাকায় তিনি কীভাবে মেটাবেন প্রতিদিনের চাহিদা?

নির্ধারিত টাকার কতোটুকু খরচ করবেন কোন খাতে-এমন প্রশ্নের উত্তর এসেছে নানান আঙ্গিকে।

তবে বাসস্থানের চেয়ে স্বাস্থ, শিক্ষা এবং কৃষিতে বেশী গুরুত্ব দেয়ার কথাই বলেছেন তৃণমূলের মানুষ।