জেসন রয়ের ধাক্কায় চিৎপটাং আম্পায়ার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন জেসন রয়। আর সেই সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে ধরাশায়ী হলেন উইন্ডিজ আম্পায়ার জোল উইলসন।
ইনিংসে ২৭তম ওভারের পঞ্চম বলে মোস্তাফিজুর রহমানকে পুল করে রানের জন্য দৌঁড় দেন রয়। কিন্তু নন স্ট্রাইকের কাছাকাছি আসতে বলের দিকে নজর ছিল রয়ের। ওই সময় আম্পায়ার জোল উইলসনও তাকিয়ে ছিলেন বলের দিকে। ফলে সরাসরি সংঘর্ষ বাধে দুইজনের। আর তাতেই চিৎপটাং আম্পায়ার। অবশ্য কোন ক্ষতি হয়নি তার।
শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেন রয়। হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৩৮ বলে। আর সেঞ্চুরি পূর্ণ করলেন ৯২ বলে। এ পর্যন্ত মেরেছেন ১২টি চার ও একটি ছক্কা। এদিকে দলীয় ৭.৫ ওভারে ফিফটি রান পূর্ণ করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করেন রয়-বেয়ারস্টো। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলে নেয় ১০১ রান। দলীয় ১২৮ রানের মাথায় ইংলিশরা প্রথম উইকেট হারায়। বিদায়ের আগে ইংলিশ ওপেনার বেয়ারস্টো ৫০ বলে ছয়টি চারে করেন ৫১ রান। মাশরাফি বিন মর্তুজা বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙার পর থিতু হয়ে গিয়েছিল দ্বিতীয় উইকেট জুটিও।
এবার আঘাত হেনেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩২তম ওভারে জো রুটকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিয়েছেন এই অলরাউন্ডার। ২৯ বলে রুট করেন ২১ রান।
এসএ/