ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা

প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

৭ নভেম্বরের অনুষ্ঠানে বাধা দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে নগর বিএনপি কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন তারা। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুল ইসলামসহ দলীয় নেতারা। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। তাই কোন ধরনের বাধা দেয়া হলে তা প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।