ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

চট্টগ্রামে জেল হত্যা দিবস পালন

প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালন করা হচ্ছে জেল হত্যা দিবস। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন ৭৫’র ১৫ আগস্টের ধারাবাহিকতায় জেলের ভেতর জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানী ধারায় নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল স্বাধীনতা বিরোধী চক্র। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নগরীতে পৃথক পৃথক সভা করেছে।