ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

৮ আট দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

রাজধানীর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড পুনর্বহাল করা, পুলিশি হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে পরিবহন মালিক-শ্রমিক নেতারা। বৃহস্পতিবার সকালে নগরীর কদমতলীতে আন্তঃজেলা মালামাল পরিবহণ সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পণ্য পরিবহনের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও অনিয়ম দূর করার আহ্বান জানান বক্তারা। আগামী ৫ নভেম্বরের মধ্যে উত্থাপিত আট দফা দাবি মানা না হলে ৬ নভেম্বর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।