ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মেডিকেল কলেজের ছাত্রীর মামলায় ট্রাফিক ইন্সপেক্টর কারাগরে

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৩ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

কুষ্টিয়া মেডিকেল কলেজের এক ছাত্রীর দায়ের করা যৌন হয়ানির মামলায় ট্রাফিক ইন্সপেক্টরকে কারাগরে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ট্রাফিক ইন্সপেক্টর মোমিনুল ইসলাম মোমিন আত্মসমর্পন করে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১২ সালে মোমিনুল ইসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রতারণা করে। এ ঘটনায় ওই ছাত্রী এ বছরের ১৯ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করে।