ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

রূপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৭ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রামে রূপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর একটি হোটেলে ব্যাংকের মহাব্যবস্থাপক এবনুজ জাহান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চেয়াম্যান মনজুর হোসেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান তাঁর বক্তব্যে বলেন, উন্নত সেবা দেয়ার পাশাপাশি শ্রেণিকৃত ঋণ আদায়ে আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ব্যাংকের পরিচালক অধ্যাপক হাসিবুর রশিদ, আবু সুফিয়ান, অধ্যাপক ড. সিলিম উদ্দিন, ব্যারিস্টার জাকির আহমদসহ উধর্¦তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।