ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

২০ শর্তে রবি-এয়ারটেলকে একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:২৫ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার

পাঁচটি মূল শর্তসহ মোট বিশটি শর্তে মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলকে একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। শর্তগুলো জানিয়ে দুই অপারেটরকে চিঠিও দেয়া হয়েছে। এরফলে অপারেটর দুটির একীভূত হবার পথে আর বাধা নেই। এদিকে, একীভূত হবার সার্বিক অগ্রগতি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে দুই অপারেটর। আলোচনা, হাইকোর্টের নির্দেশনা আর গণশুনানি পেরিয়ে অবশেষে একীভূত হচ্ছে দেশের অন্যতম দুই মোবাইল অপারেটর রবি এবং এয়ারটেল। চলতি বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় গণশুনানী, চলে নতুন আইনি প্রক্রিয়া। প্রায় এক বছরের আইনি প্রক্রিয়া শেষে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে গত ৩১ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেয় আদালত। একীভূত হওয়ার ফি হিসেবে রবি-এয়ারটেলকে মোট ৬০৭ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়। এর মধ্যে মার্জার ফি হিসেবে ১০০ কোটি টাকা আর এয়ারটেলের তরঙ্গ একীভূত করার ফি হিসেবে ধরা হয় ৫০৭ কোটি টাকা। তবে, এই অর্থ কিভাবে আদায় হবে, সেই সিদ্ধান্ত বিটিআরসির ওপর ছেড়ে দেয় আদালত। যার প্রেক্ষিতে বিটিআরসি বেঁধে দেয় শর্ত। বিশটি শর্তের মধ্যে পাঁচটি শর্তকে মূল হিসেবে চিহ্নিত করা হয়, যার মধ্যে আছে: একীভূতকরণের অর্থ পরিশোধ করতে হবে দুই বছরের মধ্যে, এক্ষেত্রে সুযোগ থাকছে তিনটি কিস্তির। একীভূত হবার পর চাকরিচ্যুত করা যাবেনা কোনো কর্মীকে। ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের থেকে এয়ারটেলকে ফেরত দিতে হবে ৫ মেগাহার্টজ তরঙ্গ। স্বেচ্ছা অবসর স্কিম বা ভিআরএস এবং স্বেচ্ছা বিচ্ছেদ স্কিম বা ভিএসএস কার্যকর করতে হবে একীভূত হবার দুমাসের মধ্যেই। বকেয়া পরিশোধে সর্বোচ্চ এক লাখ শেয়ার বৃদ্ধির সুযোগ পাবে এয়ারটেল। বিটিআরসি বলছে, ৬০৭ কোটি টাকা এককালীন পরিশোধ করতে চাইলে, চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা শোধ করতে হবে। কোনো ধরনের সুদ বা বিলম্ব ফি যোগ হবে না। এক্ষেত্রে দুই কোম্পানির কোনো কর্মী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও গুরুত্ব দিচ্ছে বিটিআরসি। এদিকে, সার্বিক অগ্রগতি পরবর্তিতে জানানো হবে বলে বলছে দুই অপারেটর। একীভূত হওয়ার পর রবি ও এয়ারটেল- দুই কোম্পানির গ্রাহকই পরিচিত হবেন ‘রবি’ গ্রাহক হিসেবে। আর তখন রবি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। রবির ‘০১৮’ ও এয়ারটেলের ‘০১৬’ কোডযুক্ত সব নম্বরই থাকবে আগের মতো।