ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

গেন্ডারিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৫৭ এএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার

রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় রফিকুল্লাহ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনো কথা বলতে বলতে ভাড়া বাসার ছাদে চলে যান। বেশ কিছুক্ষণ হলেও ফিরে না আসায় পারিবারের সদস্যরা তাকে ডাকতে ছাদে যান। এসময় পাশের একটি দোতালা বাড়ির ছাদে রফিকুল্লাকে রক্তাক্ত অবস্থায়  পড়ে থাকতে দেখেন তারা। এ অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  রফিকুল্লাহ কাজল ব্রাদার্স প্রকাশনীর গোডাউনে কাজ করতেন।