ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

কপিরাইট আইন না মানায় জি সিরিজকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

নিজেদের ইউটিউব চ্যানেলে অনুমতি ছাড়া ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘নিঝুম অরণ্যে’ দেওয়ায় জি সিরিজকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। মঙ্গলবার এ রায় দেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।

জাফর রাজা চৌধুরী জানান, কপিরাইট আইনের ৭১ ধারা লঙ্ঘনের দায়ে ৮২ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রায় প্রকাশের পরবর্তী দশ দিনের মধ্যে জি সিরিজকে এ আদেশ কার্যকর করতে হবে।

এছাড়া দোষী সাব্যস্ত হওয়ায় জি সিরিজকে চলচ্চিত্রটি তাদের ইউটিউব চ্যানেল থেকে অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে চলচ্চিত্রটি চ্যানেলে প্রকাশের দিন থেকে এখন অব্দি ডিজিটাল ও অন্যান্য মাধ্যমে অর্জিত বাণিজ্যিক প্রদর্শন ও সম্প্রচার করে অর্জিত মুনাফা পরিশোধ করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে আইনজীবী ওলোরা আফরিন জি সিরিজের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন কপিরাইট অফিসে।

তিনি উল্লেখ করেন, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নিঝুম অরণ্যে’ নামক চলচ্চিত্রের অডিও-ভিডিও গানের ভিসিডি ও ডিভিডি রাইট বাজারজাতকরণের জন্য জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া ২০১০ সালের ৬ অগাস্ট প্রযোজনা সংস্থার সঙ্গে একটি চুক্তি করেন।

“কিন্তু জি সিরিজের স্বত্বাধিকারী উক্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে আর্থিক মুনাফা লাভের উদ্দেশ্যে গত ৯ অগাস্ট, ২০১৭ তারিখ থেকে চলচ্চিত্রটি তাদের ইউটিউব চ্যানেলে ইমপ্রেস টেলিফিল্মের অনুমতি ব্যতিরেকে সম্প্রচার করছে, যা কপিরাইট আইনের ৭১ ও ৭৩ ধারার লঙ্ঘন এবং ৭৬ ধারায় ক্ষতিপূরণ প্রাপ্তি ও ৮২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ,” বলা হয় অভিযোগে।

অভিযোগের বিষয়ে গত ১৮ মার্চ উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানি হয়।

/এনএম/