ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

‘সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে খাদ্যে ভেজাল বন্ধ হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৩ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বের অনেক দেশে খাবার ও ওষুধে ভেজালের জন্য সর্বোচ্চ শাস্তি রয়েছে। কিন্তু আমাদের এ ধরনের শাস্তি নেই। যদি আমাদের দেশেও এটা নিশ্চিত করা যায়, তবে কোনও ভেজাল থাকবে না বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

গতকাল বুধবার লিভারের রোগ নিয়ে একটি আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দ্বিতীয় আন্তর্জাতিক ননঅ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস (এনএএসএইচ) দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ফোরাম ফর দ্য স্টাডি অফ লিভার অর্গানাইজেশন, বাংলাদেশ।

শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় ফোরামের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূস বন্দ্যোপাধ্যায়, সাবেক সচিব নাসির আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক এবিএম ফারুক আলোচনায় অংশ নেন।