ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে লেগেছে শীতের ছোঁয়া

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৩৩ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার

হেমন্ত ঋতুতেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে লেগেছে শীতের ছোঁয়া। সারাদিন গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই সেখানে শুরু হয় শীতের আবহ। কৃষকরাও ব্যস্ত শীতের আগাম সবজি চাষে। ধানের শিষে এমন শিশির কণা আর কুয়াশার চাদর ভেদ করে বের হয়ে আসা ভোরের সূর্যই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বাংলা ঋতু চক্রের হিসেবে শীতকাল আসতে এখনো বেশ বাকি থাকলেও উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বইছে হিমেল হাওয়া। দিনভর গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই অনুভূত হয় শীত। শুক্রবার ভোরবেলা কুয়াশার চাদরে মোড়ানো জমিতে আগাম শীতের সবজি আবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার আশা তাদের।