ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ফেনেরবাচে
প্রকাশিত : ১১:৫৪ এএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৫৪ এএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার
ইউয়েফা ইউরোপা লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে দুর্বল ফেনেরবাচে।
নিজেদের মাঠে ম্যাচের ম্যাচের ২ মিনিটের মধ্যেই মুসার গোলে এগিয়ে যায় ফেনারবাচে। প্রথমার্ধে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ম্যনইউ। বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান ফেনারবাচের মিডফিল্ডার জার্মাইন লেন্স। ম্যাচের ৮৯ মিনিটে রেড ডেভিলসদের হয়ে একমাত্র গোলটি করেন ওয়েন রুনি।