ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার সঙ্গে জড়িতদের মাফ হবে না বলে জানিয়েছেন হানিফ
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের কোন মাফ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের আলোচনা সভায় তিনি জানান, যারা এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়া হবে। এরইমধ্যে তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলেও জানান হানিফ। দেশে সাম্প্রদায়িকতা বিস্তারের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন তিনি।