নির্বাচনী ইশতেহারের সঙ্গে বাজেট সঙ্গতিপূর্ণ নয় : সিপিডি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নির্বাচনী ইশতেহারের সঙ্গে বর্তমান বাজেট সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একইসঙ্গে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের প্রকৃত অবস্থার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের অর্থমন্ত্রী বাজেটটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছিলেন কিন্তু, নির্দিষ্ট করে বাস্তবতার কোনো প্রতিফলন এতে ঘটেনি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও উচ্চাশার কথা বাজেটে উল্লেখ করা হলেও সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। দেশের ব্যাংকিং খাতে ক্যান্সার ছড়িয়ে পড়ছে কিন্তু, সেই পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই।
ব্যাংকিং কমিশনের কথা প্রস্তাবিত বাজেটে বলা হলেও তা কখন, কোথায় কীভাবে গঠন করা হবে সে বিষয়েও কিছু বলা হয়নি বলেও মন্তব্য করেন দেবপ্রিয়। এছাড়াও, প্রস্তাবিত বাজেটটি ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ীও হয়নি বলেও তিনি মনে করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। এক জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
টিআর/